, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


মাত্র ৪ মিনিটে এটিএম বুথের মেশিন কেটে নিয়ে গেল ৪১ লাখ টাকা 

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ১২:৩৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ১২:৩৩:৩০ অপরাহ্ন
মাত্র ৪ মিনিটে এটিএম বুথের মেশিন কেটে নিয়ে গেল ৪১ লাখ টাকা 
এবার মাস্ক পরিহিত অবস্থায় একটি এটিএম বুথের মধ্যে প্রবেশ করে চার ব্যক্তি। পরে ওই বুথ থেকে ৩০ লাখ রুপি চুরি করে নিয়ে যায় তারা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪১ লাখ টাকার অধিক। মাত্র চার মিনিটের মধ্যে ওই চার ব্যক্তি এটিএম বুথের মেশিন কেটে এই টাকা নিয়ে পালিয়ে যায়। রোববার (২ মার্চ) ভোর রাতে তেলেঙ্গানা রাজ্যের রাঙ্গারেড্ডি জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি 
 
এদিকে রাত ১টা ৫৬ মিনিটের দিকে একজন ব্যক্তিকে গাড়ি থেকে নেমে ওই বুথের দিকে যেতে দেখা যায়। বুথের কাছে পৌঁছানোর পর পরিচয় লুকাতে তিনি বুথের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় কিছু একটা স্প্রে করে। এরপর বিপজ্জনক মুহূর্তে সাইরেন বেজে ওঠা যন্ত্রটিরও সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তবে বুথের ভিতরে থাকা ক্যামেরাটি বন্ধ করতে সক্ষম হয়নি ওই ব্যক্তি। এর এতেই ধরা পড়েছে বুথের মেশিন কেটে টাকা নেয়ার দৃশ্য। 

বুথের মেশিন কাটার সময় তিনজন ব্যক্তির কাঁধে লোহার রড এবং গ্যাস কাটার দেখা যায়। অন্যজন বাহিরে দাঁড়িয়ে তাদের পাহারা দেয়। মাত্র ৪ মিনিটে তারা বুথ কেটে ২৯.৬৯ লাখ রুপি নিয়ে পালিয়ে যায়। ওই এলাকার পুলিশের সহকারী কমিশনার রাজু এনডিটিভিকে বলেন, ঘটনার পরই তারা বিভিন্ন স্থানের একাধিক সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখেছে। এতে দেয়া যায় পাঁচজনের একটি সংঘবদ্ধ চক্র এটিএম বুথের মেশিন কেটে টাকা নিয়ে যায়।  

তিনি আরও বলেন, চক্রটিকে ধরতে পুলিশ তদন্ত চালাচ্ছে। ধারণা করা হচ্ছে এই চক্রটি আরও একাধিক স্থান থেকে অর্থ চুরি করার চেষ্টা করেছে।
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক