, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৩ ০৮:৩৫:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৩ ০৮:৩৫:২৮ অপরাহ্ন
ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
এখন ক্লাব ফুটবলের ব্যস্ততা নেই, শুরু হয়েছে ফিফা উইন্ডো। সেই ধারাবাহিকতায় এশিয়া সফরে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। আজ ইন্দোনেশিয়ার বিপক্ষে গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামে বিশ্ব চ্যাম্পিয়নরা।

একাধিক পরিবর্তন নিয়ে দল সাজানোর দিনে লিয়ান্দ্রো পারেদেস ও ক্রিশ্চেন রোমেরোর গোলে ইন্দোনেশিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে এশিয়া সফর শেষ করল আর্জেন্টিনা।  ম্যাচের শুরুতেই নিজেদের স্বভাবসুলভ ফুটবল খেলতে থাকে লাতিন আমেরিকার দেশটি। প্রথমার্ধের ১৭ মিনিটেই ইন্দোনেশিয়ার জালে গোল করার সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা।

নিকোলাস গুঞ্জালেসের নেওয়া জরালো শট ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক সুতাইয়ারদি। মেসিহীন ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে নামা আর্জেন্টিনা দলে ফিনিশিংয়ের অভাব স্পষ্ট দেখা যায়। ম্যাচের ২৯ তম মিনিটে ইন্দোনেশিয়ান গোলরক্ষকের সঙ্গে ওয়ান টু ওয়ান পজিশনে থেকে গোল করতে ব্যর্থ হন ফরোয়ার্ড ফাকান্দু বুনানত্তে। 

প্রথমার্ধে আরো সুযোগ পায় বিশ্বকাপজয়ীরা। শেষ পর্যন্ত লিয়ান্দ্রো পারেদেসের গোলে ম্যাচের ৩৮তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। ডি বক্সের বেশ খানেক দূর থেকে এই মিডফিল্ডারের নেওয়া জরালো শট সবাইকে চমকে দিয়ে ইন্দোনেশিয়ার জাল খুঁজে পায়। প্রথমার্ধে আর গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামে বিশ্ব চ্যাম্পিয়নরা। সাইড বেঞ্চে থাকা ফুটবলারদের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হাত ছাড়া করেননি আর্জেন্টাইন কোচ। ম্যাচের ৫৫তম মিনিটে টটেনহ্যাম তারকা রোমেরোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত একাধিক সুযোগ পেয়েও আর গোল করতে পারেনি দুই দল। ফলে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারিয়ে এশিয়া সফরের ইতি টানে আর্জেন্টিনা।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’