, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য জানালো আবহাওয়া অধিদপ্তর

  • আপলোড সময় : ০২-০৫-২০২৩ ০৮:৩৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৩ ০৮:৩৯:২৫ অপরাহ্ন
ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য জানালো আবহাওয়া অধিদপ্তর
মে মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সীমান্তে একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে অধিদফতর এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

এতে আরো বলা হয়, চলতি মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া এক থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় এবং তিন থেকে পাঁচদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরণের কালবৈশাখী ঝড় হতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, মে মাসে দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র ১ থেকে দুটি মৃধু অথবা মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

চলতি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে উজানে ভারি বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চালে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান