বাংলাদেশের আকাশে আজ সোমবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৮ জুন। আজ সোমবার ১৯ জুন সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
এদিকে ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে। এদিন মুসলিমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিয়ে থাকেন।
এর আগে গতকাল সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়। দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৮ জুন। দেশটির সুপ্রিম কোর্ট গতকাল রবিবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, রবিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
সোমবার জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ ২৮ জুন ঈদুল আজহা পালিত হবে। এদিকে ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এ দিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।
আজ সন্ধ্যা সোয়া সাতটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।