আজ দুপুরে মানিকগঞ্জের দৌলতপুরে মোবাইল কোর্টে গিয়ে নদীতে রাইফেল পড়ে গেছে এক পুলিশ কনস্টেবলের। রাইফেলটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ সোমবার ১৯ জুন দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের অভিযানের সময় এ ঘটনা ঘটে।
এই ঘটনাস্থল থেকে পুলিশ কনস্টেবল আল-আমিনের রাইফেল নদীতে পড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন।
জানা যায়, বাঘুটিয়া এলাকায় যমুনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া। সোমবার দুপুরে এই অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযানে নামেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার। মোবাইল কোর্ট পরিচালনার সময় ড্রেজার থেকে হঠাৎ পা পিছলে পড়ে যান পুলিশ কনস্টেবল আল আমিন। এ সময় তার রাইফেলটি যমুনা নদীতে পড়ে তালিয়ে যায়।
এ বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা ফোন রিসিভি করেননি। তবে স্থানীয় এক সাংবাদিককে জানিয়েছেন এ বিষয়ে পরে কথা বলবেন তিনি।
এদিকে ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আরও জানান, নদীতে হারিয়ে যাওয়া রাইফেলটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। ঘটনাস্থলে উদ্ধারকাজের তদারকি করছেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মারুফা নাজনীন, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা।