, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানীর ঘটনায় মামলা

  • আপলোড সময় : ২১-০২-২০২৫ ০২:৫৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৫ ০২:৫৮:১৬ অপরাহ্ন
রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানীর ঘটনায় মামলা
এবার ঢাকা থেকে রাজশাহীগামী নৈশকোচে ডাকাতি ও দুই নারী শ্লীলতাহানীর ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন ভুক্তভোগী ওমর আলী। অজ্ঞাতনামা ৮-৯ জন আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

এদিকে ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে বাদির অভিযোগ, ১৭ ফেব্রুয়ারি, সোমবার রাত ১০টার দিকে গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাস। গাজীপুরের চন্দ্রা থেকে ওঠে আরও কয়েকজন যাত্রী। কিছুক্ষণ পর সেই গাড়ির নিয়ন্ত্রণ নেয় যাত্রীবেশে থাকা ডাকাতদল।

লুটপাটের পাশাপাশি দুই নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে মামলায়। ডাকাতদল বাস থেকে নেমে যাওয়ার পর নাটোরের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় পৌঁছালে পুলিশে খবর দেয় যাত্রীরা। তিন দিন পর মামলা হয়েছে ঘটনাস্থল টাঙ্গাইলের মির্জাপুর থানায়।

এর আগে ১৭ ফেব্রুয়ারি রাতে রাজধানীর গাবতলি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাসে গাজীপুরের চন্দ্রা থেকে উঠে একদল ডাকাত। গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে লুটপাটের পাশাপাশি দুই নারী যাত্রীর শ্লীলতাহানি করে তারা।
সর্বশেষ সংবাদ
দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া

দুই পুত্রবধূকে সঙ্গে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া