, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারতে বাসস্ট্যান্ডের নাম ‘বাংলাদেশ’ রাখায় তুমুল বিতর্ক

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৩ ১১:৪৪:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৩ ১১:৪৪:৫৬ পূর্বাহ্ন
ভারতে বাসস্ট্যান্ডের নাম ‘বাংলাদেশ’ রাখায় তুমুল বিতর্ক
এবার ভারতের মহারাষ্ট্রের থানে জেলার মীরা ভাইন্দর সিভিক এলাকায় একটি বাসস্ট্যান্ডের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ’ নামে। এটি ভাইন্দর পশ্চিমের উত্তান চৌকে অবস্থিত। গত শুক্রবার এই নামের বোর্ড স্থাপনের পর বাসিন্দাদের মধ্যে এটি বিতর্কের জন্ম দিয়েছে।

এদিকে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এ এলাকায় পশ্চিমবঙ্গ থেকে আসা উদ্বাস্তুরা বাস করে। তারা কয়েক বছর আগে চাকরি এবং সস্তা বাসস্থানের সন্ধানে এখানে এসেছিল। এলাকাটি প্রথমে ইন্দিরা নগর নামে পরিচিত ছিল, কিন্তু বাঙালিদের উপস্থিতির কারণে এটিকে বাংলাদেশ বলা হতো।’ খবর এনডিটিভির
 
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে এই বাসস্ট্যান্ডের অবস্থান। শুক্রবার থেকে হঠাৎ ওই এলাকার বাসিন্দাদের একটি সংগঠনের পক্ষ থেকে ইন্দিরা নগর বাস স্ট্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম ‘বাংলাদেশ’ রাখা হয়। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ওই এলাকার মানুষেরা।

তারা বলছেন, এই ধরনের নাম রাখা হলে এলাকার প্রকৃত পরিচয়ে বিভ্রাট তৈরি হবে। তেমনি বাংলাদেশের মানুষের মনেও ক্ষোভ তৈরি হবে। থানে জেলার উত্তানচকের মীরাভাইন্দার এলাকার ইন্দিরা নগরে মূলত বহু বাঙালি উদ্বাস্তুর বসবাস। বাণিজ্যিক রাজধানী হওয়ায় কাজকর্ম ও রোজগার ভালো হওয়া ওই এলাকায় ক্রমেই বাড়ছে বাঙালির সংখ্যা। এই বাঙালিদের অধিকাংশেরই বাড়ি পশ্চিমবঙ্গে।

ভারতের একটি গণমাধ্যমের দাবি, শুক্রবার হঠাৎই বাসস্ট্যান্ডের নাম পরিবর্তন করে দেয়া পোস্টার নজরে আসে। তখন ইন্দিরা নগরের বেশ কিছু বাসিন্দা ‘বাংলাদেশ’ নামকরণের বিরোধিতা করেন। এ বিষয়টি নিয়ে থানে জেলা পুলিশ কিংবা মুম্বাই প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য দেওয়া হয়নি।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা