রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বুধবার (২১ জুন) বন্ধ রাখা হবে। একই দিন ৩টি পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায়ও তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে। রোববার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বুধবার রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন ছাড়াও নারায়ণগঞ্জের গোপালদী, টাঙ্গাইলের বাসাইল ও বগুড়ার তালোড়া পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার তফসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা-উপশাখা বন্ধ থাকবে।
উল্লেখ্য, আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নারায়ণগঞ্জ জেলার গোপালদী পৌরসভা, টাঙ্গাইল জেলার বাসাইল পৌরসভা ও বগুড়া জেলার তালোড়া পৌরসভার সাধারণ নির্বাচনও একইদিন অনুষ্ঠিত হবে। এই ৫টি নির্বাচনী এলাকায় ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে।