, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বঙ্গভবনে যাচ্ছে হাবিবুল আউয়াল কমিশন

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৩ ১১:১৫:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৩ ১১:১৫:৫৫ পূর্বাহ্ন
বঙ্গভবনে যাচ্ছে হাবিবুল আউয়াল কমিশন ফাইল ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছে কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

আজ (সোমবার) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে ইসির জন্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নতুন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে স্যারদের যেহেতু এখনও দেখা হয়নি, তাই স্যারেরা নতুন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন।’

জানা যায়, সিইসি, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও ইসি সচিব মো. জাহাংগীর আলম রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত থাকতে পারছেন না।

মো. সাহাবুদ্দিন গত ১৩ ফেব্রুয়াারি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর ২৪ এপ্রিল তিনি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ইসির এটিই হবে প্রথম সৌজন্য সাক্ষাৎ।

গত বছর ২৬ ফেব্রুয়ারি বর্তমান কমিশনকে নিয়োগ দেন দেশের ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর ২৭ ফেব্রুয়ারি শপথ নেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নতুন কমিশন।
সর্বশেষ সংবাদ