, রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


এমবাপ্পের চেয়ে বেশি বেতন চান ভিনিসিয়ুস, দুজনের চেয়ে বেশি চান বেলিংহাম

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০৩:৪৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০৩:৪৭:২৪ অপরাহ্ন
এমবাপ্পের চেয়ে বেশি বেতন চান ভিনিসিয়ুস, দুজনের চেয়ে বেশি চান বেলিংহাম
এবার রেয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। তবে সোনার ডিম পাড়া হাঁসকে এত দ্রুত ছেড়ে দিতে চায় না স্প্যানিশ ক্লাবটি। সে কারণে গত সেপ্টেম্বরেই ব্রাজিলিয়ান উইঙ্গারকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল মাদ্রিদ। কিন্তু সে যাত্রায় মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখান করেছিলেন ভিনিসিয়ুস। তাঁর বিশ্বাস ছিল, মাঠে যদি দাপট দেখাতে পারেন, পরবর্তীতে ক্লাব তাঁকে আরও লোভনীয় প্রস্তাব দেবে চুক্তির মেয়াদ বাড়াতে!

এদিকে মাদ্রিদ পরে আর প্রস্তাব না দিলেও ভিনিসিয়ুসের পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সৌদি প্রো লিগ। সম্প্রতি খবর বের হয়, মধ্যপ্রাচ্যের লিগ থেকে ব্রাজিলিয়ান তারকাকে ৫ বছরের জন্য ১০০ কোটি ইউরোর (বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ৭১৯ কোটি টাকা) প্রস্তাব দেওয়া হয়েছে। ভিনিসিয়ুস এ প্রস্তাব গ্রহণ করলে তিনি হয়ে যাবেন এ গ্রহের সবচেয়ে দামি ফুটবলার।

সৌদি লিগের এমন আগ্রহ টের পেয়ে ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা শুরু করেছে রেয়াল মাদ্রিদ। আর সুযোগ বুঝে নিজের বেতন বাড়ানোর শর্তও দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তা কতটুকু বাড়াতে চান বেতন? সতীর্থ এমবাপ্পের বেয়ে বেশি বেতন চান ভিনিসিয়ুস। তিনি মূলত ক্লাবের সর্বোচ্চ বেতন ভোগী ফুটবলার হতে চান।

এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সেরের এক প্রতিবেদন অনুসারে, বর্তমানে এমবাপ্পে বার্ষিক দেড় কোটি ইউরো বেতন পেয়ে থাকেন মাদ্রিদের ক্লাবটি থেকে। ভিনিসিয়ুসের বেতনও একই। তবে ব্রাজিলিয়ান তারকার বিশ্বাস, তিনি দলে যেভাবে অবদান রাখছেন, পারফরম্যান্সের বিচারে তাঁর বেতন আরও বেশি হওয়া উচিত। তাঁর প্রতিনিধিরা মাদ্রিদকে বার্ষিক আরও ১ কোটি ইউরো বাড়িয়ে মোট আড়াই কোটি ইউরো বেতন দাবি করেছে।

তবে মাদ্রিদের ঝামেলা এখানেই শেষ নয়। দলটির মিডফিল্ডার জুড বেলিংহামও বেতন বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন ক্লাবটিকে। ইংলিশ মিডফিল্ডার মনে করেন, এমবাপ্পে কিংবা ভিনিসিয়ুসের চেয়ে বেশি বেতন পাওয়া উচিত তাঁর। স্প্যানিশ আরেক সংবাদমাধ্যম দিয়ারো এএসের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের মাঝামাঝিতে বার্ষিক ৮০ লাখ থেকে ১ কোটি ইউরো বেতনের চুক্তিতে জার্মান ক্লাব ডর্টমুন্ড ছেড়ে মাদ্রিদে নাম লেখান বেলিংহাম। সে সময় ভিনিসিয়ুসের বেতনও ছিল একই। গত দেড় বছরে নিজের বেতন বাড়িয়ে দেড় কোটি ইউরোতে নিয়ে গেছেন ভিনি, যা এমবাপ্পের সমান। 

তবে বেলিংহাম আর বেতনের দিক থেকে এ দুজনের পেছনে থাকতে চান না। বরং এ দুজনের চেয়ে আরও বেশি বেতন প্রত্যাশা করছেন ইংলিশ মিডফিল্ডার, এমনটাই জানিয়েছ এএস। মাদ্রিদের ক্লাবটির সঙ্গে বেলিংহামের চুক্তির মেয়াদ আরও সাড়ে চার বছর বাকি। সে বিষয়টি মাথায় রেখেই নিজের বেতন বাড়িয়ে নিতে চাচ্ছেন তিনি।

তবে বেলিংহামের চেয়ে আপাতত বেশি মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে ভিনিসিয়ুসের চুক্তি। সৌদি প্রো লিগ যে আকাশচুম্বী অর্থের লোভ দেখিয়েছে, সেটা সামলে ভিনিসিয়ুসকে রেয়ালে রাখতে বেতন না বাড়ানো ছাড়া উপায় নেই মাদ্রিদের। সূত্রের বরাত দিয়ে আরেক সংবাদমাধ্যম গোল ডট কম জানাচ্ছে, মাদ্রিদ বার্ষিক অন্তত দুই কোটি ইউরোর নিচে প্রস্তাব দিলে সেটা প্রত্যাখ্যান করতে পারেন ভিনিসিয়ুস।

আবার ভিনিসিয়ুসের বেতন বাড়ালে এমবাপ্পেও নিজের বেতন বাড়িয়ে নিতে চাওয়ার সম্ভাবনা আছে। বেলিংহাম তো এ দুজনের চেয়ে বেশি বেতনের প্রত্যাশা করছেনই।  তাঁদের বেতন বাড়ালে, বাকিরা যে বেতন বাড়িয়ে চাইবে না, সে নিশ্চয়তা নেই। অর্থাৎ ক্রমেই পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা আছে।
রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা

রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা