এবার ইসলাম ধর্ম গ্রহণের পর ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী নিয়মিত বন্ধুদের সঙ্গে জুমার নামাজে আসছেন বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। গতকাল শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। এতদিন ধর্মান্তরিত হওয়ার বিষয়টি দেব চৌধুরী গণমাধ্যমকে জানালেও চুপ ছিলেন মাওলানা সাইফুল্লাহ।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের বিখ্যাত স্পোর্টস জার্নালিস্ট দেব চৌধুরীর আনুষ্ঠানিক শাহাদাহ পাঠ করে ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনটি জুমা অতিবাহিত হয়ে গেলো, আল হামদুলিল্লাহ। তিনি নিয়মিত বন্ধুদের সাথে জুমায় আসছেন...আল্লাহ তায়ালা তাঁর আর্জি অনুযায়ী দ্বিনের উপর অটল রেখে হেদায়াতের পথে তাকে অবিচল রাখুন।’
‘তাকে আব্দুল্লাহ মুহাম্মাদ চৌধুরী বা মুহাম্মাদ চৌধুরী নাম গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এই মুহূর্তে নিয়মিত সালাত আদায়, কুরআন তিলাওয়াত শিক্ষা, ইসলামের পাক-সাফের জরুরি মাসায়েল ইত্যাকার বিষয়ে শিখিয়ে অভ্যস্ত করার প্রয়াস নেয়া হচ্ছে। বাংলা অনুবাদের কুরআন তিনি নিয়মিতভাবে পড়ছেন আনুষ্ঠানিক ইসলামে আসার আগ থেকেই, আলহামদুলিল্লাহ। তিনি বলেন দারুণ তাঁর উপলব্ধি করার ক্ষমতা আরো অসাধারণ মাশা-আল্লাহ।’
‘বহু মিডিয়া, সাংবাদিক, ইউটিউবার, আগ্রহীগণ আমাকে এ বিষয়ে জানাতে বা নানান জিজ্ঞাসা করেই চলেছেন। প্রথমত বলতে চাই, দেব চৌধুরী আমাকে বলেছিলেন, আমি এই মুহূর্তে (যেদিন শাহাদাহ) বিষয়টি জানাতে চাই না। আমি তাঁর ইচ্ছাকে সম্মান দিয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানাইনি; তার মানে এ নয় যে, আপনাদেরকে ইগনোর বা এভোয়েড করছি, এটি তাঁর চাওয়ার প্রতি সম্মান প্রদর্শন ছিল। পরবর্তীতে তাঁকে বিষয়টি জানালে তিনি অসম্মতি জানাননি। তাঁকে নিয়ে একটি "জার্নি টু ইসলাম" বিষয়ে তার সম্মতি সাপেক্ষে একটা লাইভ করবো ইনশাআল্লাহ।’
‘আমার প্রিয় ভাইবোনদের অনুরোধ করবো অন্য কোনো বই নয়, নিরেট বাংলা অনুবাদ কুরআন যেখানে একটি আরবি অক্ষরও নেই এমন কুরআন অমুসলিমদের গিফট করুন। পড়তে দিন। ইসলামিক ফাউন্ডেশন আর লন্ডন একাডেমির পকেট সাইজ কুরআন দুটি অনন্য। আমরা অন্তত আল্লাহর কাছে বলতে পারবো আপনার বাণী আমি অন্তত পৌঁছে দিয়েছি।’
‘আমরা তার সার্বিক মঙ্গল কামনা করছি। আগামীতে সত্যদ্বীনে ফেরানোর মিছিলের কর্মী হিসেবে আল্লাহ যেন তাঁকে কবুল করেন। সত্যের মিছিলে নতুনের কেতন উড়বে ইনশাআল্লাহ! অপেক্ষা করুন...’ এর আগে ৩১ জানুয়ারি (শুক্রবার) রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে জুমার নামাজের সময় কালেমা শাহাদাহ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন সাংবাদিক দেব চৌধুরী।। তাকে কালেমা পড়ান মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।