, রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


দ্বিতীয় দফায় অবৈধ ১১৯ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ১২:৫০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ১২:৫০:৩৯ অপরাহ্ন
দ্বিতীয় দফায় অবৈধ ১১৯ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং অবৈধ অভিবাসীদের বহিষ্কারের সিদ্ধান্তের অংশ হিসেবে দ্বিতীয় দফায় ১১৯ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ১০ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভারতীয় অবৈধ অভিবাসীদের বহনকারী উড়োজাহাজ যুক্তরাষ্ট্র থেকে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে পৌঁছেছে।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনেটের সময় মার্কিন বিমান বাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার উড়োজাহাজটি অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে ৫ ফেব্রুয়ারি প্রথম দফায় মার্কিন সামরিক উড়োজাহাজ ১০৪ জন ভারতীয়কে নিয়ে অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এছাড়াও রোববার ১৫৭ জন নির্বাসিতকে নিয়ে তৃতীয় উড়োজাহাজাটি ভারতে অবতরণ করবে বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয় দফায় ফেরত পাঠানোর মধ্যে ৬৭ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, আটজন গুজরাটের, তিনজন উত্তরপ্রদেশের, দুইজন গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থানের এবং একজন করে হিমাচল প্রদেশ ও জম্মু ও কাশ্মীরের নাগরিক। তাদের কয়েকজনের পরিবার তাদের গ্রহণ করতে বিমানবন্দরে পৌঁছেছে।

এর আগে, যাদের বহিষ্কার করা হয়েছিল তারা ছিলেন হরিয়ানা (৩৩), গুজরাট (৩৩), পাঞ্জাব (৩০), মহারাষ্ট্র (৩), উত্তরপ্রদেশ (৩) এবং চণ্ডীগড় (২) থেকে। টেক্সাসের সান আন্তোনিও থেকে উড্ডয়নকারী একই সামরিক উড়োজাহাজে তাদের ফেরত পাঠানো হয়েছিল।

এদিকে বহিষ্কারকারীদের পুরো ফ্লাইটজুড়ে শিকল দিয়ে বেঁধে আটকে রাখা হয়েছিল, কিন্তু ভারতে পৌঁছানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। যদিও এই পদক্ষেপ ভারতে রাজনৈতিক ঝড় তুলেছিল এবং তৎকালীন বাজেট অধিবেশন চলাকালীন সংসদের উভয় কক্ষে হট্টগোলের সৃষ্টি করেছিল।
রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা

রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা