এবার বিশ্ব ভালোবাসা দিবসকে পালন না করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এছাড়াও ক্যাম্পাসগুলোতে ভালোবাসা দিবস উপলক্ষে কনসার্ট না করার আহ্বানও জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানানো হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করা হয়। কার্ডে লেখা হয়েছে, “ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়। ভালোবাসা দিবসকে না বলুন, সুস্থ সংস্কৃতির বিকাশ করুন।”
এদিকে আজ শুক্রবার সকাল ৬ টা ৪০ মিনিটে ছাত্রশিবিরের পেজ থেকে আরেকটি ফটোকার্ড শেয়ার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, “সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার ছেলে-মেয়েদের সঙ্গে সময় ব্যয় করুন। সন্তানকে একা ছেড়ে দেবেন না।”
এদিকে ছাত্রশিবিরের পেজ থেকে আজ সকাল ৯টা ২৭ মিনিটে আরেকটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়, “ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়।”