এবার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে আব্দুল্লাহ আল মামুন মণ্ডল (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে তার লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ধাপেরহাটের জামদানীর রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মামুন ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে।
জানা যায়, বিকেল ৪টার দিকে ধাপেরহাটের জামদানীর রাস্তার মুখে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ সময় খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, স্বজনরা নিহত মামুনের লাশ নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। পরে রাত ৮টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে তারা মহাসড়ক ছেড়ে লাশ নিয়ে ধাপেরহাট তদন্ত কেন্দ্রের সামনে অবস্থান নেন।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন খন্দকার জানান, ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।