, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ওজন কমাতে না খেয়েই শরীরচর্চা, প্রাণ গেল ২১ বছরের তরুণীর

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৩ ০৯:৫৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৩ ০৯:৫৮:৩৭ পূর্বাহ্ন
ওজন কমাতে না খেয়েই শরীরচর্চা, প্রাণ গেল ২১ বছরের তরুণীর
এবার অতিরিক্ত ওজন হওয়ায় অস্বস্তিতে ভুগছিলেন এক তরুণী। শেষে ওজন কমাতে শুরু করে শরীরচর্চা। কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করায় ওই তরুণীর মৃত্যু হয়েছে। ওই তরুণীর নাম কুইহুয়া। টিকটকে ওই তরুণী জানিয়েছিলেন, তার ১৫৬ কেজি ওজন এবং ৯০ কেজি ওজন কমাবেন তিনি।

সেই লক্ষ্যপূরণে উত্তর-পশ্চিম চিনে একটি জিমে ভর্তি হয়ে কঠোর পরিশ্রম শুরু করেন তিনি। ওজন কমানোর জন্য খাওয়াও প্রায় ছেড়ে দিয়েছিলেন। অধিকাংশ সময়ই না খেয়ে থাকতেন। এ কথা নিজেই সামাজিক মাধ্যমে তুলে ধরেছিলেন ওই তরুণী। ওজন কমানোর জন্য কীভাবে জিমে কাজ করতেন সেই ভিডিও পোস্ট করেছিলেন তিনি।

গত মাসের শেষে তার মৃত্যু হয়েছে। তারপর থেকেই ওই তরুণীর শরীরচর্চার অনেক ভিডিও সে দেশের সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।  চিনা ন্যাশনাল রেডি’র খবরে বলা হয়, মৃত্যুর দু’দিন আগে শাংসি প্রদেশে ওজন কমানোর জিমে যান ওই তরুণী।

কীভাবে শরীরচর্চা করতে হবে এবং কী ধরনের খাবার খেতে হবে, তা ওই তরুণীকে জানানো হয়েছিল বলে দাবি করেছে ওই জিম কর্তৃপক্ষে। তবে ওজন কমাতে শুধু শরীরচর্চাই করেছিলেন তরুণী। সেই মতো খাবার খাননি। আর তার জেরেই এই পরিণতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় জিম থেকে ক্ষতিপূরণ পেয়েছে তরুণীর পরিবার। ত

বে আর্থিক সাহায্যের পরিমাণ জানা যায়নি। ইদানীং অনেকেই ওজন কমানোর জন্য অনেকেই জিমে যান। আবার অনেকেই কম খাবার খান। তবে ওজন কমানোর জন্য ঠিক কী করণীয়, তা বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই করা উচিত। এর অন্যথা হলে ফল যে কতটা মারাত্মক হতে পারে, চিনের এই ঘটনাই তার প্রমাণ। সূত্র : এনডিটিভি 
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা