, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মেয়েকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিয়ে ফেরা  বাড়ি ফেরা হলো না বাবার

  • আপলোড সময় : ০২-০৫-২০২৩ ০৭:২৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৩ ০৭:২৪:২৭ অপরাহ্ন
মেয়েকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিয়ে ফেরা  বাড়ি ফেরা হলো না বাবার
চট্টগ্রামের সীতাকুণ্ডে মেয়েকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. লোকমান হাকিম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত সোনা মিয়ার ছেলে।

মঙ্গলবার (২ মে) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। লোকমান হাকিম পেশায় পুরান জাহাজের স্ক্র্যাপ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১০টার দিকে মোটরসাইকেলে করে সলিমপুরস্থ ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে সাদিয়া আক্তারকে পৌঁছে দেন। ফেরার পথে বিপরীত দিক থেকে ঢাকামুখী একটি ৪নং যাত্রীবাহী মিনি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, সকাল ১০টার দিকে বানুরবাজার এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে একটি ৪নং রোডের যাত্রীবাহী বাস চাপা দিলে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস