, রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


গলায় ডিম আটকে প্রাণ গেল শিশুর

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০৫:২৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০৫:২৫:৫২ অপরাহ্ন
গলায় ডিম আটকে প্রাণ গেল শিশুর
এবার চাঁদপুরের হাজীগঞ্জে গলায় ডিম আটকে গিয়ে মেহেজাবিন আক্তার নামের ২৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। নিহত মেহেজাবিন উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর এলাকার মোহাম্মদ উল্যাহ্‌র মেয়ে।

জানা গেছে, সকালে বাড়িতে শিশু মেহজাবিন ডিম খাচ্ছিল। এ সময় তার গলায় ডিম আটকে যায়। সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, খাওয়ার সময় তার গলায় ডিম আটকে যায়। হাসপাতালে আসার আগেই শিশুটি মারা যায়।
রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা

রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা