, রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


শেখ হাসিনাকে হস্তান্তর করতে ভারতের কাছে দাবি জানালেন মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০২:৪৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০২:৪৭:৩১ অপরাহ্ন
শেখ হাসিনাকে হস্তান্তর করতে ভারতের কাছে দাবি জানালেন মির্জা ফখরুল
এবার জুলাই অভ্যুত্থানে পতিত ও পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতের কাছে দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা হয়েছে। আমরা চাই, ভারত সরকার অবিলম্বে তাকে (শেখ হাসিনা) বাংলাদেশের সরকারের হাতে ফেরত দেবে। তাকে (শেখ হাসিনা) বিচারের আওতায় আনতে হবে।

আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ দাবি জানান। এ সময় বিএনপি মহাসচিব বলেন, আনুপাতিক হারে নির্বাচনের পুরোপুরি বিরোধী বিএনপি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বলেও জানান তিনি।

এদিকে জাতিসংঘের প্রতিবেদনের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, প্রমাণ হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী। যত মানবাধিকার লঙ্ঘন হয়েছে সবকিছুতেই শেখ হাসিনার নির্দেশ ছিল।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না জানিয়ে, বিএনপি মহাসচিব বলেন, এতে দেশটাকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। বিএনপি মহাসচিব জানান, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে। দেশের জন্যই সবার ঐক্য জরুরি বলেও মনে করেন তিনি।
রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা

রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা