, রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


আয়নাঘরের সে বীভৎস দিনগুলো আর কখনো ফিরে না আসুক এ দেশে: আহমাদুল্লাহ

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০২:২৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০২:২৬:৩৯ অপরাহ্ন
আয়নাঘরের সে বীভৎস দিনগুলো আর কখনো ফিরে না আসুক এ দেশে: আহমাদুল্লাহ
এবার দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) আয়নাঘর পরিদর্শন করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
 
এদিকে প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনের পর দেশবাসীর কাছে উন্মোচিত হয় এর ভয়াবহ চিত্র। এ নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ ব্যক্তিবর্গসহ নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা। এরই মধ্যে আয়নাঘর নিয়ে পোস্ট দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় আলেম এবং আলোচক শায়খ আহমাদুল্লাহ।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আয়নাঘর নিয়ে পোস্টটি দিয়েছেন তিনি। এতে তিনি লিখেছেন, ‘আয়নাঘরের সে বীভৎস দিনগুলো আর কখনো ফিরে না আসুক এ দেশে।’
 
এর আগে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। 
রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা

রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা