, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


প্রধান উপদেষ্টার নেতৃত্বে সাত সদস্যের ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ১২:২২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ১২:২২:৩৫ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার নেতৃত্বে সাত সদস্যের ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন
এবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে সাত সদস্যের ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এ কমিশন ১৫ ফেব্রুয়ারি কাজ শুরু করবে।  বুধবার (১২ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এ প্রজ্ঞাপন জারি করেন।

এদিকে ছয় সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে অধিক পর্যবেক্ষণ, পর্যালোচনা ও বিবেচনা গ্রহণের জন্য এই কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের সদস্য হিসেবে সংস্কার কমিশনের ছয় প্রধানরা রয়েছেন। কমিশনে সভাপতি হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং সহ- সভাপতি সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

কমিশনের মেয়াদ ছয় মাস নির্ধারণ করা হয়েছে। আগামী নির্বাচন সামনে রেখে পুলিশের কার্যক্রম, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি সংক্রান্ত যেসব সুপারিশ করেছে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়ার লক্ষ্যে এ কমিশন গঠন করা হয়েছে। 
সর্বশেষ সংবাদ
হামজাকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেন অলিভিয়া

হামজাকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেন অলিভিয়া