, রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল পাকিস্তান

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ১২:০০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ১২:০৪:২৯ অপরাহ্ন
ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল পাকিস্তান
এবার ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ৩৫২ রান তাড়া করে জিতেছে পাকিস্তান। পাকিস্তানের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৩৫০ এর বেশি রান তাড়া করে জেতার রেকর্ড এটি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো ৩৫০ রানের বেশি করেও হারল। এর আগে ১৫ বার ৩৫০ এর বেশি রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ হয় পাকিস্তান।

গতকাল ১৬তম চেষ্টায় সফল হয় মোহাম্মদ রিজওয়ানের দল। এর আগে সর্বোচ্চ ৩৩৬ রান তাড়া করে জয়ে জয়ের রেকর্ড ছিল পাকিস্তানের। ২০২৩ সালের এপ্রিলে রাওয়ালপিন্ডিতে ফখন ১৮০ রানের দারুণ ইনিংসে ৭ উইকেটের জয় পেয়েছিল দলটি। তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ডটি বাংলাদেশের বিপক্ষে।

২০১৪ এশিয়া কাপে মিরপুরে ৩২৬ রান তাড়া করে জিতেছিল শহীদ আফ্রিদি-আহমেদ শেহজাদরা। ৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে ৩৫০ রানের লক্ষ্য ছুঁয়ে জয় পাওয়া পঞ্চম দল পাকিস্তান। এর আগে ৩৫০ পেরিয়ে জিতেছে দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ওয়ানডে ক্রিকেট ৩৫০ পেরিয়ে কোনো দলকে প্রথম জিততে দেখে ২০০৬ সালের ১২ মার্চ।

জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার করা ৪৩৪ রান ১ বল ও ১ উইকেট হাতে রেখে পেরিয়ে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে রান তাড়ার বিশ্ব রেকর্ড এটিই। ওই ম্যাচের পর আর কোনো দল ৪০০ পেরিয়ে জিততে পারেনি। ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও দক্ষিণ আফ্রিকার। ২০১৬ সালে ডারবানে অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৩৭২ রানের লক্ষ্য ছুঁয়ে জিতে যায় প্রোটিয়ারা।

৩৫০ পেরিয়ে তিনবার করে জিতেছে ভারত ও ইংল্যান্ড। ভারত ২০১৩ সালে দুবার ৩৫০ পেরিয়ে হারায় অস্ট্রেলিয়াকে। এক বার ৩৬০, আরেকবার ৩৫১। এরপর ২০১৭ সালে ইংল্যান্ডের দেওয়া ৩৫১ রানের লক্ষ্যেও জিতে ভারত। ইংল্যান্ড প্রথমবার ৩৫০ রান পেরিয়ে জেতে ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬১ ও ব্রিস্টলে পাকিস্তানের বিপক্ষে ৩৫৯ রানের লক্ষ্য ছুঁয়ে জিতে যায় দলটি। অস্ট্রেলিয়া ৩৫০ পেরিয়ে জিতেছে একবার। ২০১৯ সালে মোহালিতে ভারতের বিপক্ষে ৩৫৯ রানের লক্ষ্য পেয়েছিল দলটি।
রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা

রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা