, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


প্রধানমন্ত্রীর দেয়া উপহারগুলোই আমি আপনাদের জন্য বয়ে নিয়ে আসছি: মাশরাফি

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৩ ০৮:৩৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৩ ০৮:৩৩:৫০ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর দেয়া উপহারগুলোই আমি আপনাদের জন্য বয়ে নিয়ে আসছি: মাশরাফি
এবার নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, আপনারা যা পাচ্ছেন সব কিছুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছে, আমি কিছু দেইনি। প্রধানমন্ত্রীর দেয়া উপহারগুলোই আমি আপনাদের জন্য বয়ে নিয়ে আসছি। আজ রবিবার ১৮ জুন বেলা ১২টায় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫১টি দুস্থ পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ করার সময়ে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মুর্তজা বলেন, প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন তিনি আপনাদের জন্য যেন আরও দিতে পারেন। আর আমি যতদিন বেঁচে আছি আপনাদের জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নড়াইল সদর উপজেলায় ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ৫১টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক প্রদান করা হয়। মোট ১১২ বান্ডেল টিন ও প্রত্যেক পরিবারকে ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, চন্ডিবরপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, মুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারীসহ আরও অনেকে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস