, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পাঁচ মিনিট শুনানি করলে ৫ লাখ টাকা পাই: খেলতে গিয়ে ব্যারিস্টার সুমন

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৩ ০৭:৪৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৩ ০৭:৪৬:২৬ অপরাহ্ন
পাঁচ মিনিট শুনানি করলে ৫ লাখ টাকা পাই: খেলতে গিয়ে ব্যারিস্টার সুমন
গতকাল ব্রাহ্মণবাড়িয়ার হাবিবুর রহমান একাদশের কাছে ২-০ গোলে হেরেছে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল একাডেমি। গতকাল শনিবার ১৭ জুন বিকেলে জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালঘরা খেলার মাঠে অনুষ্ঠিত হয় ফুটবল ম্যাচ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হাবিবুর রহমান এ ম্যাচের আয়োজন করেন। মাঠে লাখো দর্শকের সমাগমে টান টান উত্তেজনায় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার দুপুর হতে ব্যারিস্টার সুমনের আগমনে উপজেলার বিভিন্ন স্থান থেকে দর্শকরা উপস্থিত হতে শুরু করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, এ দেশের ফুটবলকে বাঁচানোর জন্য বুড়া বয়সে ফুটবল খেলি। আজ আমি পাঁচ লাখ টাকা রেখে খেলায় আসছি। খেলায় না এসে কোর্ট করলে পাঁচ লাখ টাকা পেতাম। অথচ এ খেলায় এসে আমার পায়ে ব্যথা পাইছি। আমি পাঁচ মিনিট শুনানি করলে পাঁচ লাখ টাকা পাই।

তিনি বলেন, আপনারা বলতে পারেন এভাবে পাঁচ লাখ ১০ লাখ টাকা রেখে আপনি যে খেলেন লাভ কি? আমরা যাদের কাঁধে মাথা রেখে কাঁদতে পারার কথা, যারা আমাদের ফুটবল টাকে আগানোর কথা। এরা লুটপাট করে ফুটবলকে ধ্বংস করে দিয়েছে। তাই আমি বুড়া বয়সে মাঠে নেমেছি ফুটবলকে বাঁচানোর জন্য।
 
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডা. শফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান খন্দকার মনির হোসেন, এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ ও উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’