, রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


বাণিজ্য বাড়ছে পাকিস্তানের সঙ্গে, আমদানি কমে রপ্তানি বাড়ছে ভারতে

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ১১:০৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ১১:০৮:৪৮ পূর্বাহ্ন
বাণিজ্য বাড়ছে পাকিস্তানের সঙ্গে, আমদানি কমে রপ্তানি বাড়ছে ভারতে
এখন দক্ষিণ এশিয়ায় ভূ-রাজনৈতিক খুবই তাৎপর্যপূর্ণ দুটি দেশ ভারত ও পাকিস্তান। একাধিক যুদ্ধের ইতিহাসের পাশাপাশি সারা বছরই উত্তপ্ত থাকে দেশ দুটির সীমান্ত ও ব্যবসা-বাণিজ্য। বাংলাদেশের রাজনীতিতেও অন্যতম প্রধান নিয়ামক দেশ দুটির প্রতি বিদ্বেষ ও প্রীতি। তবে গত ১৬ বছরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অতিমাত্রায় ভারতপ্রীতি ও পাকিস্তান বিদ্বেষী মনোভাবের কারণে বাংলাদেশ বাণিজ্যের সত্যিকারের সুফল থেকে বঞ্চিত হয়েছে বলে প্রচার রয়েছে।

তবে ক্ষমতার পালাবদলের পর পাকিস্তানের সঙ্গে বৈরিতার অতীত ভুলে সম্পর্ক বিনির্মাণের প্রয়াস চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে দেশটির সঙ্গে বাড়ছে বাণিজ্যও। অন্যদিকে ভারতের সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্য আধিপত্যে কিছুটা হলেও লাগাম পড়েছে। দেশ দুটির সঙ্গে বাংলাদেশের আমদানি ও রপ্তানির তথ্য পর্যালোচনা করে এমন চিত্র ফুটে উঠেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য বলছে, প্রতিবেশী ভারতের কাছ থেকে ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ তিন কোটি ২১ লাখ ৭৯ হাজার ৪৩ মেট্রিক টন পণ্য আমদানি করেছে। যার বাজারমূল্য এক লাখ ১৬ হাজার ৬৩৩ কোটি টাকা। পরের অর্থবছরে ডলারের মূল্যবৃদ্ধি পাওয়ায় আমদানির পরিমাণ কম হলেও বেড়েছে আমদানি মূল্য।

২০২৩-২৪ অর্থবছরে ভারত থেকে দুই কোটি ৭১ লাখ ৩৯ হাজার ৪৭০ মেট্রিক টন পণ্য আমদানির বিপরীতে দেশটিকে পরিশোধ করতে হয়েছে এক লাখ ১৮ হাজার ৯৩ কোটি টাকা। অন্যদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আনুপাতিক হারে অনেকটাই কমেছে আমদানি। এ সময়ে দেশটি থেকে আমদানি হয়েছে এক কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৩০ মেট্রিক টন পণ্য; যার বিপরীতে পরিশোধ করতে হয়েছে ৬৬ হাজার ১৬০ কোটি টাকা। পণ্যের পরিমাণের হিসাবে আমদানি কমেছে। তবে বিপরীতে দেশটির সঙ্গে রপ্তানি কিছুটা হলেও বেড়েছে।

তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরে ভারতে ১৭ হাজার ৬৫৯ কোটি টাকা সমমূল্যের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। পরের ২০২৩-২৪ অর্থবছরে এর পরিমাণ প্রায় অপরিবর্তিতই থেকেছে। রপ্তানি হয়েছে ১৭ হাজার ৪২৫ কোটি টাকার পণ্য। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি হয়েছে ১১ হাজার ৫৭৭ কোটি টাকার। শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন ইস্যুতে কোণঠাসা হওয়া পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা দেখা যাচ্ছে। এর প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্যেও। দেশটির সঙ্গে আমদানি ও রপ্তানি দুটোই বেড়েছে।

এনবিআরের তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরে পাকিস্তানের কাছ থেকে ১২ লাখ ৯৪ হাজার ৪৭ মেট্রিক টন পণ্য আমদানি করা হয়েছিল। যার মূল্য ছিল সাত হাজার ৯২৪ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ১৯ লাখ ৩১ হাজার ৬৯৭ মেট্রিক টন পণ্য আমদানির বিপরীতে দেশটিকে পরিশোধ করতে হয়েছিল ৯ হাজার ১২৯ কোটি টাকা। অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আমদানির পরিমাণ বেড়ে হয়েছে ১০ লাখ ৮১ হাজার ৯৬১ মেট্রিক টন। এর বিপরীতে পরিশোধ করতে হয়েছে পাঁচ হাজার ৩৫৬ কোটি টাকা।

আমদানি বৃদ্ধির পাশাপাশি দেশটির সঙ্গে বেড়েছে রপ্তানিও। তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরে পাকিস্তানে পণ্য রপ্তানি করে ৮৩১ কোটি ২৫ লাখ ৮৫ হাজার ৯৭৯ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা আয় করেছিল দেশ। ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানিতে কিছুটা হোঁচট খায়। আলোচ্য অর্থবছরে রপ্তানি হয়েছিল ৬৮৮ কোটি ২২ লাখ ৮৬ হাজার ৭৮৯ টাকা। অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এই রপ্তানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৭৫ কোটি ৯ লাখ ৪০ হাজার ৬৫২ টাকা।
রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা

রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা