, রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


রাজশাহীতে ডেভিল হান্ট অপারেশন শুরু

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৬:৩৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৬:৩৩:২৬ অপরাহ্ন
রাজশাহীতে ডেভিল হান্ট অপারেশন শুরু
এবার রাজশাহীতে ডেভিল হান্ট অপারেশন শুরু করেছে যৌথবাহিনী। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী সিঅ্যান্ডবি মোড় এলাকা থেকে শুরু করে যৌথবাহিনীর টহল। এ সময় পুলিশ, সেনাবাহিনী ও সিআরটির সদস্যরা নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে টহল দেন। এতে জনমনে অনেকটাই স্বস্তি নেমে এসেছে।

এদিকে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে, এই অভিযানে মাদক কারবারি নয়, যারা অস্থিতিশীলতার সঙ্গে জড়িত তাদের ধরা হবে। পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত না স্বাভাবিক হবে, ততদিন এই অভিযান পরিচালিত হবে। আগে যেভাবে অভিযান করা হতো, এবার সেভাবে করা হবে না। এ ক্ষেত্রে মানবাধিকারের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। 

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘ডেভিল হান্ট শনিবার শুরু হয়েছে। এ অভিযানের উদ্দেশ্য হচ্ছে, যেসব পকেট থেকে দেশকে আনস্টেবল করা হচ্ছে, সেগুলোকে নিউট্রালাইজ করা। আইনানুগভাবে ব্যবস্থা নেওয়ার জন্য সব বাহিনীকে প্রস্তুত করা হয়েছে, ব্রিফ করা হয়েছে এবং কাজ চলমান রয়েছে।’

এ বিষয়ে বোয়ালিয়া সহকারী পুলিশ কমিশনার রুবেল হোসেন বলেন, ডেভিল হান্ট অপারেশনের জন্য নগরীর বিভিন্ন স্থানে টহল  জোরদার করা হয়েছে। কেউ যেন দেশকে অস্থিতিশীল না করতে পারে সে ব্যপারে যৌথ বাহিনী সজাগ রয়েছে।
রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা

রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা