বাংলাদেশ-ভারত উভয় দেশ একে অন্যকে ছাড়া চলতে পারবে না বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় প্রকল্পগুলো খুব শিগগিরই পুনরায় শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) আগরতলায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ইতোমধ্যেই বিশেষ অর্থনৈতিক জোন তৈরি করেছি। মৈত্রী সেতু তৈরি করা হয়েছে। আখাউড়া থেকে আগরতলা রেল যোগাযোগ রয়েছে।
এই রেল যোগাযোগ খুব দ্রুত চালু হবে বলেও জানান মুখ্যমন্ত্রী মানিক। তিনি বলেন, বাংলাদেশ ভারতকে ছাড়া চলতে পারবে না।
এর আগে, গেল বছর ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছিলেন, বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বেশ কিছু প্রকল্প আটকে রয়েছে।