, রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে দিল ছাত্র-জনতা

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ১২:৪৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ১২:৪৭:১৭ অপরাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে দিল ছাত্র-জনতা
এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে দিল ছাত্র-জনতা। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ছাত্র-জনতা নতুন নামকরণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্লকের সামনে ব্যানার টানিয়েছে। ছাত্রদের টানানো এসব ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)’।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, “আমাদের কাছে অনেক নাম প্রস্তাব এসেছে এবং ছাত্রদের দেওয়া নামের সঙ্গে আমাদের দ্বিমত নেই। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে অচিরেই নতুন প্রজ্ঞাপন আসবে।” তিনি আরও বলেন, “নাম পরিবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত খুব শীঘ্রই মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঘোষণা করা হবে।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, “নতুন নামের ব্যানার আমরা আজ সকালে দেখেছি। ছাত্ররা যে নাম দিয়েছেন, তা আমাদের প্রস্তাবনায় রয়েছে। তবে আরও কিছু নামও প্রস্তাবনা রয়েছে। মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে, এবং আগামী ২-৩ দিনের মধ্যে দাপ্তরিক সিদ্ধান্ত আসবে।”

এদিকে, গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর বাড়ি ও সুধাসদনসহ নানা স্থানে হামলা ও ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ‘বঙ্গবন্ধু’ নামটি সরিয়ে ফেলা হয়। প্রথমে বিশ্ববিদ্যালয়ের সি ব্লক ভবনে এবং পরে অন্য স্থানে সাইনবোর্ড থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হয়।

এখন, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন সাইনবোর্ড টানানোর কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত আসার অপেক্ষা রয়েছে।
রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা

রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা