এবার দেশব্যাপী শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে ৬৫ জনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে গাজীপুর জেলা পুলিশ।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৬৫ জনকে আটক করা হয়েছে।