, রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


মির্জাকালু চাইল্ড ফিউচার কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ০৮:৪১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ০৮:৪১:০৬ অপরাহ্ন
মির্জাকালু চাইল্ড ফিউচার কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: 

ছাত্র-ছাত্রীদের মেধাবিকাশ, জ্ঞান সমৃদ্ধকরণ এবং বিনোদনের উদ্দেশ্যে মনোমুগ্ধকর পরিবেশে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী “মির্জাকালু চাইল্ড ফিউচার কিন্ডারগার্টেন” স্কুলের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণ থেকে শিক্ষা সফরের দুটি বাস ভোলা জেলা শহরের অন্যতম পর্যটন স্পটগুলোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যেই ছাত্র-ছাত্রীদের শিক্ষা সফরের ব্যাজ (আইডি কার্ড) বিতরণ করা হয়৷ চলতি পথেই শিক্ষকরা বিক্রি করেন লটারি কুপন, আনন্দে কেটে যায় সময়। বেলা সাড়ে ১০টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে সকালের নাস্তা বিরতি দেওয়া হয়। 

বেলা সাড়ে ১১টায় ‘চিলি চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টার’-এ প্রবেশের পর পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ি ইভেন্টের নানা কর্মসুচি আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। স্কুলটির পরিচালক ও প্রধান শিক্ষক হাসনাইন আহমেদ হাওলাদারের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাকালু হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ। 

পবিত্র জোহরের নামাজ ও দুপুরের খাবার বিরতির পর দ্বিতীয় ইভেন্টে লটারি বিজয়ীদের বিশেষ পুরস্কার ও অন্যান্যদের সান্ত্বনা পুরষ্কার প্রদান করে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা হয়। 

পরবর্তী গন্তব্য হিসেবে বিকাল চার টায় ভোলা ‘ড্রিমল্যান্ড পার্কে’ প্রবেশের পর ইচ্ছেমতো ঘুরাঘুরি ও রাইডে চড়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। সেখোনেই যেন সবটুকু আনন্দ খুঁজে পেয়েছে তারা।

শিক্ষার্থীরা বাড়ি ফিরতে অনিচ্ছুক থাকলেও বিকেল সাড়ে পাঁচটায় বিদায়ের ঘন্টা বেজে গেলে সকলে একত্রিত হয়ে গ্রুপ ফটোসেশনে অংশ নেয়। পরিশেষে সন্ধ্যা ছয়টায় রওনা করা হয় বাড়ির উদ্দেশ্যে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ প্রায় দেড় শত লোকের এমন একটি শিক্ষা সফর সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পেরে প্রশংসায় ভাসছেন শিক্ষকগণ। বিশেষ করে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম স্যার, রাহাদ স্যার, আজাদ স্যার, বাপ্পি স্যার ও মিজান স্যারের ছিল নিরলস প্রচেষ্টা। যা সত্যিই প্রসংশার দাবিদার।
রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা

রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা