, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বরগুনায় ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৩ ০৪:৫১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৩ ০৪:৫১:৫৩ অপরাহ্ন
বরগুনায় ৫০ পিস  ইয়াবাসহ গ্রেফতার-১
বরগুনা জেলা প্রতিনিধি মোঃ সরোয়ার: মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মাদকের বিরুদ্ধে গৃহীত জিরো টলারেন্স নীতির আওতায় বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই লক্ষ্য বাস্তবায়নে 'বরগুনা জেলা পুলিশ' সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। 

এরই ধারাবাহিকতায় অদ্য ১৮/০৬/২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে  এসআই(নি:)/মোঃ আলমগীর হোসেন, নেতৃত্বে  সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বরগুনা থানাধীন ০৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডস্থ হইতে আসামী মোঃ আল আমিন আকন(২৮), পিতা-মোঃ হাবিব আকন , গ্রাম- নিদ্রারচর, উপজেলা/থানা- তালতলী, জেলা - বরগুনাকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ১৫,০০০/- টাকা। 

এ ব্যাপারে বরগুনা পুলিশ সুপার আব্দুস সালাম সাহেবের সাথে বরগুনা বিডি রিপোর্ট প্রতিনিধির সাথে কথা হলে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক  মাদক এর বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে আসার লক্ষ্যে এরই ধারাবিকতায় আমরা কাজ করে যাচ্ছি তাই আমরা বরগুনাকে মাদকে জিরো টলারেন্স নিয়ে আসবো বলে ব্যক্ত করছি আর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ঘটনা সংক্রান্তে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
সর্বশেষ সংবাদ