, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা স্মার্ট নয়: খামেনেয়ি

  • আপলোড সময় : ০৭-০২-২০২৫ ০৫:১৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৫ ০৫:১৫:০১ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা স্মার্ট নয়: খামেনেয়ি
এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি বলেছেন, অভিজ্ঞতা প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাওয়া স্মার্ট, প্রাজ্ঞ বা সম্মানজনক নয়। দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ এই কথা জানিয়েছে। খবর রয়টার্সের।

চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে একটি যাচাইকৃত পরমাণু শান্তি চুক্তি নিয়ে কাজ শুরু করতে চান। তার আগে তিনি দেশটির ওপর তার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কৌশলনীতি পুনর্বহাল করেন।

২০১৫ সালে চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ যুক্তরাষ্ট্র ও ইরান জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামের একটি চুক্তিতে পৌঁছায়। চুক্তি মোতাবেক ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। শর্ত মেনে চলার বদলে সে সময় ইরানের ওপর আরোপ করা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

তবে ২০১৮ সালে একতরফাভাবে ওই চুক্তি থেকে বেরিয়ে যান ডোনাল্ড ট্রাম্প। চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে হোয়াইট হাউস জো বাইডেন ফিরলে পুরোনো ওই চুক্তিতে ফেরার কথা বলেছিলেন তিনি। এ লক্ষ্যে বিশ্বশক্তিগুলো বিভিন্ন সময় আলোচনা করলেও তা সফল হয়নি।

খামেনেয়ি বলেন, আমেরিকার সাথে আলোচনা করা বুদ্ধিমান, বিজ্ঞ বা সম্মানজনক নয়। এটি আমাদের কোনো সমস্যার সমাধান করবে না। কারণ? অভিজ্ঞতা! তিনি বলেছেন, ইরান দুই বছরের আলোচনার পর যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সাথে চুক্তিতে পৌঁছেছিল। কিন্তু ইরানের অনেক ছাড় দেয়া সত্ত্বেও আমেরিকানরা এটি মেনে চলেনি। ট্রাম্পের কথা উল্লেখ করে তিনি বলেছেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এটি শেষ করেছেন।

ইরানের সর্বোচ্চ নেতা খামেনেয়ি বলেছেন, আমেরিকানরা যদি ইরানের ওপর হামলা করে, তাহলে ইরানও একইভাবে জবাব দেবে। তারা যদি আমাদের নিরাপত্তাকে হুমকি দেয়, আমরা তাদের নিরাপত্তাকে হুমকি দেব। তারা যদি তাদের হুমকিগুলো বাস্তবায়ন করে, আমরাও একই কাজ করব।

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের জোরপূর্বক প্রতিবেশী আরব দেশগুলোতে স্থানান্তরের ট্রাম্পের প্রস্তাবের কথা উল্লেখ করে খামেনেয়ি বলেছেন, কাগজে-কলমে আমেরিকানরা বিশ্ব মানচিত্র বদলে দিচ্ছে। অবশ্যই এটি শুধু কাগজে-কলমে, কারণ এটি বাস্তবতাবর্জিত।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা