এবার সরকারি চাকরিজীবী অমিত কুমার ছুটির দরখাস্ত করলেও তার আবেদনটি বাতিল করে দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে চার সহকর্মীকে ছুরিকাঘাত করে সদর্পে সড়ক দিয়ে হেঁটে যেতে দেখা যায় তাকে। পরে অবশ্য তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি ঘটেছে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত অমিত কুমার সরকার কলকাতার নিউটাউনের কারিগরি ভবনে প্রযুক্তি শিক্ষা দপ্তরে কর্মরত ছিলেন। তিনি ছুরি দিয়ে সহকর্মীদের আঘাত করেন এবং রক্তমাখা ছুরিটি হাতে নিয়েই শহরে হাঁটতে থাকেন।
একটি ভিডিওতে অমিত কুমারকে রক্তমাখা ছুরি হাতে নিয়ে শহরের সড়কে হাঁটতে দেখা গেছে। কাঁধে ও বাম হাতে দুটি ব্যাগ এবং ডান হাতে উঁচিয়ে ধরে রেখেছেন ছুরিটি। কিছু পথচারী এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। এসময় পথচারীদের তার কাছে না ভিড়তে হুমকি দেন অমিত।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, অমিত কুমার উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলার বাসিন্দা। তিনি প্রযুক্তি শিক্ষা দপ্তরে কাজ করেন। গতকাল সকালে ছুটি নেয়া নিয়ে সহকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার পর, তিনি তাদের ছুরিকাঘাত করেন এবং পালানোর চেষ্টা করেন।
আহতরা হলেন, জয়দেব চক্রবর্তী, শান্তনু সাহা, সার্থ লেটে এবং শেখ সাতাবুল। তাদের কাছের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, সহকর্মীদের সঙ্গে অমিতের ছুটি সংক্রান্ত বিষয়ে ঝগড়া হয়েছিল। তবে তাকে ছুটি না দেয়ার প্রকৃত কারণ জানা যায়নি।