, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলো ছাত্র-জনতা

  • আপলোড সময় : ০৭-০২-২০২৫ ০২:১৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৫ ০২:১৪:০৭ অপরাহ্ন
ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলো ছাত্র-জনতা
এবার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা সদরে ভিক্টোরিয়া কলেজের পাশ থেকে তাকে পুলিশে দেয়া হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

তিনি বলেন, তাকে পূর্বের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে শিগগিরই আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, মাহমুদুর রহমান মাসুমের বিরুদ্ধে গত বছরের ২৯ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্র আন্দোলন চত্বরে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি একাধিক মামলার আসামি।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা