, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


বাউফলে ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক এর ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস

  • আপলোড সময় : ০৭-০২-২০২৫ ১২:৩১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৫ ১২:৩১:১৫ অপরাহ্ন
বাউফলে ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক এর ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস
জাহিদ শিকদার,  পটুয়াখালী জেলা প্রতিনিধি- পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মো. বাবুল বিশ্বাসের ঘুষ লেনদেনের একটি ভিডিও বিডি২৪ রিপোর্ট এর হাতে এসেছে। ক্রয়কৃত জমির নামজারি বা মিউটেশন করার জন্য ১২হাজার টাকা এবং দলিলের নকল উত্তোলনের জন্য ৩ হাজার টাকা ঘুষ নেন ওই অফিস সহায়ক। বিডি২৪ রিপোর্ট এর হাতে থাকা ভিডিওতে শোনা যায়, জমির নামজারি করতে আসা সুবিধাভোগী এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিচ্ছেন অফিস সহায়ক বাবুল বিশ্বাস।

এসময় সুবিধাভোগীকে বলছেন-  আপনার কোন চিন্তা নেই, কিছু করতে হবে না৷ সবকিছু আমি করে দিবো। দলিল উত্তোলন করতে তিন হাজার এবং মিউটেশনের জন্য ১২হাজার টাকা দিবেন। কতদিন সময় লাগবে সুবিধাভোগীর এমন প্রশ্নের জবাবে বাবুল বলেন, ২৮ কর্মদিবস সময় লাগবে। এসময় তিনি নগদ দুই হাজার টাকা ঘুষ গ্রহণ করেন এবং বাকি টাকা বিকাশ নম্বরে দিয়েন।

এদিকে ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করে কনকদিয়া ভূমি অফিসের অফিস সহায়ক বাবুল বিশ্বাস বলেন, আমি ঘুষ গ্রহণ করিনি। ওইটা সইমোহর, পরচা ও পুরোনো দলিল পটুয়াখালী থেকে এনে দেই, সেজন্য ওই টাকা নিয়েছিলাম। 

নামজারি বা মিউটেশনের কাজ অফিসে করা হয় না। এটি অফিস সহায়কের কাজও না। তিনি কেনো এই কাজ করেছে সেই বিষয় তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। জনগণকে ঘুষ না দেয়া অনুরোধ জানিয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বাউফলের সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) প্রতীক কুমার কুন্ডু।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা