এবার ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এমন মন্তব্যের পর হামাস মুখপাত্র একথা বলেন।
৭ ফেব্রুয়ারি শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনের সাথে থাকবে, যদি নাও থাকে তাহলেও তারা প্রতিরোধ করবে বলে জানিয়েছেন হামাস মুখপাত্র।
মিশর বলছে, গাজা থেকে লাখ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করার ট্রাম্পের পরিকল্পনা পুনরায় যুদ্ধ শুরু হতে পারে। অন্যদিকে জর্ডান সতর্ক করেছে যে এতে করে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে এবং ইসরায়েলের সাথে তাদের শান্তি বিপন্ন হবে।
নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠকের কয়েক দিন পরেরই আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এদিকে গাজায় যুদ্ধবিরতির পর পশ্চিম তীর জুড়ে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনি।