জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি- পটুয়াখালীর বাউফলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পৌর ছাত্রদলের আহ্বায়কসহ কমপক্ষে ২০ নেতা-কর্মী আহত হয়েছে। চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (০৬ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার পর পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের সমর্থকরা। এদিকে ঘটনার পরেই বাউফল উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিএনপির দলীয় সূত্র জানায়, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি) বাউফল পাবলিক মাঠে জনসভা করার কথা রয়েছে। এ উপলক্ষে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে ২০-২৫ জন দলীয় নেতা-কর্মী পোষ্টার ও প্রচারপত্র নিয়ে নাজিরপুর ইউনিয়নে পৌঁছালে তাদের সাথে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খানের ছেলেদের সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে এনায়েত হোসেনের লোকজন তাদের ওপর হামলা চালায়। উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরলে, এ সময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে কমপক্ষে ২০ জন নেতা-কর্মী আহত হয়।
আহত ছাত্রদল নেতা আবদুল্লাহ আল ফাহাদের অভিযোগ, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খানের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের নেতা-কর্মীদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তিনি আরও অভিযোগ করেন, বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. পলাশ তাকে মুঠোফোনে হুমকি দিয়েছেন। এর কিছুসময় পরেই বিএনপি নেতা পলাশের শশুর এনায়েত হোসেন খান ও তার ছেলেরা এই হামলা চালায়।
বিএনপি নেতা এনায়েত হোসেন খান অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। আমার ছেলেরা বাংলাবাজার থেকে কুট্টি মোল্লার বাড়ির দিকে যাচ্ছিলাম। তখন ৮/১০ টি মোটর সাইকেল যোগে বিপরীত দিক থেকে এসে আমার ছেলেদের ওপরে অতর্কিত হামলা চালায়।
বাউফল পৌর বিএনরি যুগ্ম সাধারণ সম্পাদক মো. পলাশ বলেন, আমি ঢাকায় আছি। মারামারির ঘটনা আমি সম্পর্কে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেছি। ছাত্রদল নেতা ফাহাদের সাথে আমার অন্য একটি বিষয় কথা হইছিলো। এবিষয় কোনো কথা হয়নি।
এদিকে বাউফল উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত করার বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের একটি প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।
এ বিষয়ে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিএনপির দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।