, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


নুহাশ পল্লী নিয়ে পিনাকীর পোস্ট

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৩:২৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৩:২৬:৪১ অপরাহ্ন
নুহাশ পল্লী নিয়ে পিনাকীর পোস্ট
এবার ধানমণ্ডি ৩২ নম্বর নিয়ে সম্প্রতি বেশকিছু পোস্ট দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। এবার কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত নুহাশ পল্লী নিয়ে পোস্ট দিয়েছেন তিনি।

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্টটি দেন তিনি। পোস্টে নুহাশ পল্লীকে জাতীয় সম্পদ বলে উল্লেখ করেন পিনাকী। নুহাশ পল্লীকে জাতীয়করণ করার দাবি জানিয়ে তিনি লিখেন, ‘নুহাশ পল্লী জাতীয় সম্পদ। নুহাশ পল্লী জাতীয়করণ করে ওইখানে হুমায়ূন আহমেদ যাদুঘর করা হোক।’

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক পোস্টে শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমণ্ডি-৩২ নম্বরে মানুষকে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হাতুড়ি, শাবল, গাঁইতি নিয়ে আসুন। ধানমণ্ডি ৩২ নম্বরে আসুন। ইতিহাসের দায় মোচন করতে আসুন। ফ্যাসিবাদের আতুরঘর নিশ্চিহ্ন করতে আসুন।’

তিনি আরো বলেন, ‘গান গাইতে গাইতে আসুন, স্লোগান দিতে দিতে আসুন, সন্তানের হাত ধরে আসুন, প্রেমিক প্রেমিকাকে সাথে নিয়ে আসুন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসুন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসুন।’
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা