, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে সাদিক আব্দুল্লাহ-আমুর বাড়ি

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০২:০৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০২:০৯:০৯ অপরাহ্ন
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে সাদিক আব্দুল্লাহ-আমুর বাড়ি
এবার বরিশালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবন এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী আমীর হোসেন আমুর বাসভবন।
 
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিক্ষুব্ধ জনতা তাদের বাসভবনে ভাঙচুর চালায়। রাত সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ জনতা কালীবাড়ি রোডের সদররোড মুখে জড়ো হতে শুরু করে। এর আগেই সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান নেয়।

কিন্তু বিক্ষুব্ধ জনতা তাদের বেরিকেড ভেঙে সাদিক আব্দুল্লাহর বাড়িতে এসে ভাঙচুর চালায়। একপর্যায়ে বুলডোজার নিয়ে এসে ভবনের প্রধান গেট ও পরে ভবনের একাংশ গুঁড়িয়ে দেয়। পরে সেখান থেকে জনতা কবি জীবনানন্দ দাশ সড়কে (বগুড়া রোড নামে পরিচিত) আমীর হোসেন আমুর বাসভবনে ভাঙচুর চালায়।

সেখানেও বুলডোজার দিয়ে ভবনের প্রধান গেট ও পরে ভবনের একাংশ গুঁড়িয়ে দেয়া হয়। বিক্ষুব্ধরা জানায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা রাতে ভাষণ দেন এবং উস্কানিমূলক বক্তব্য রাখেন। এতে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের নাম মুছে দিতে আওয়ামী নেতাদের সকল স্থাপনা নিশ্চিহ্ন করে দিতে এই ভাঙচুর চালিয়েছে। এর আগে গত ৫ আগস্ট এই ভবন দুটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। 
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা