, রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নে বাংলাদেশকে সৌদি আরবের অনুরোধ

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৬:০৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০৬:০৬:৪৫ অপরাহ্ন
৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নে বাংলাদেশকে সৌদি আরবের অনুরোধ
এবার সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান জানিয়েছেন, ফেরত না পাঠানোর শর্তে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নের জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে সৌদি আরব। সৌদি রাষ্ট্রদূত আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এই কথা জানান।

উল্লেখ্য, ১৯৭৭ সালে সৌদি আরবের তৎকালীন বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজ আল সৌদ মানবিক বিবেচনায় ৬৯ হাজার রোহিঙ্গাকে তার দেশে আশ্রয় দেন। শুরু থেকেই তাদের বাংলাদেশে থাকা বাস্তুচ্যুত নাগরিক হিসেবে চিহ্নিত করে আসছে সৌদি সরকার।

ওই রোহিঙ্গারা পরবর্তী সময়ে নানা কৌশলে সৌদির বাংলাদেশ মিশন থেকে বাংলাদেশি পাসপোর্ট পেয়ে গেছেন। সেই পাসপোর্ট দিয়ে তারা বাংলাদেশও ভ্রমণ করেছেন। সৌদি সরকার বাংলাদেশকে এমন বহু তথ্যপ্রমাণও দিয়েছে। তবে ওই রোহিঙ্গারা কীভাবে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন সে বিষয়ে এখনও কোনো তদন্ত হয়নি।
রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা

রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা