, বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


দুই স্টেশনের নাম পরিবর্তন, টিকিট কাটতে রেলওয়ের নতুন নির্দেশনা

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০২:৫৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০২:৫৬:২৫ অপরাহ্ন
দুই স্টেশনের নাম পরিবর্তন, টিকিট কাটতে রেলওয়ের নতুন নির্দেশনা
এবার যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম আগেই পাল্টানো হয়েছে; যা এখন থেকে যমুনা রেলসেতু নামে পরিচিত। পাশাপাশি ওই সেতুর দুই পাশের দুটি স্টেশনের নামও পরিবর্তন হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের নাম এখন থেকে ইব্রাহিমাবাদ এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনের নাম দেওয়া হয়েছে সয়দাবাদ। এবার টিকিট কাটার ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে ও রেল সেবা অ্যাপে পরিবর্তন আনা হয়েছে।

এদিকে বাংলাদেশ রেলওয়ে জানাচ্ছে, বাংলাদেশ রেওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলের দুইটি স্টেশনের নাম (বঙ্গবন্ধু সেতু পূর্ব ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম) পরিবর্তন হয়েছে। তাই আপনাকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমের পরিবর্তে সায়দাবাদ এবং বঙ্গবন্ধু সেতু পূর্বের পরিবর্তে ইব্রাহিমাবাদ দিয়ে ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকিট ক্রয়ের জন্য অনুসন্ধান করার অনুরোধ করা হলো।
সর্বশেষ সংবাদ
‘চন্দ্রিমা উদ্যান’ নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়া উদ্যান’ ঘোষণা

‘চন্দ্রিমা উদ্যান’ নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়া উদ্যান’ ঘোষণা