, রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


মারা গেলেন ইসমাইলি মুসলিমদের আধ্যাত্মিক নেতা আগা খান 

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০২:৩১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০২:৩১:২২ অপরাহ্ন
মারা গেলেন ইসমাইলি মুসলিমদের আধ্যাত্মিক নেতা আগা খান 
এবার বিশ্বজুড়ে ইসমাইলি মুসলিমদের আধ্যাত্মিক নেতা ধনকুবের প্রিন্স করিম আগা খান মারা গেছেন। তার দাতব্য সংস্থা আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসি 

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তার দাতব্য প্রতিষ্ঠান জানায়, পর্তুগালের লিবসনে তিনি মৃত্যুবরণ করেন। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। 

প্রিন্স করিম আগা খান ছিলেন ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের ৪৯ তম বংশানুক্রমিক ইমাম। এই সম্প্রদায়ের দাবি আগা খানের পরিবার মহানবী হজরত মুহাম্মদের (সা.) সরাসরি বংশধর। 

সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন প্রিন্স করিম আগান খান। ছিলেন ব্রিটিশ নাগরিক। তবে বসবাস করতেন ফ্রান্সের একটি প্রাসাদে। ছিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও তার মা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের ঘনিষ্ঠ বন্ধু।

ব্রিটেনের তৃতীয় রাজা তার দীর্ঘদিনের ব্যক্তিগত বন্ধুর মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তিনি তার পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন। উন্নয়নশীল বিশ্বে আগা খানের দাতব্য সংস্থা শত শত হাসপাতাল, শিক্ষা ও সাংস্কৃতিক প্রকল্প পরিচালনা করে। তিনি ব্যক্তিগতভাবে বিলাসবহুল জীবনযাপন করতেন। 

আগা খান ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে তার দাদার উত্তরসূরি হিসেবে ইসমাইলি মুসলিমদের ইমামের দায়িত্ব গ্রহণ করেন। ইসমাইলিরা মুসলিমদের একটি উপ শাখা। বিশ্বব্যাপী এই গোষ্ঠীর অনুসারী দেড় কোটি। যার মধ্যে পাকিস্তানে ৫ লাখ ইসমাইলি বাস করেন। এ ছাড়া, ভারত, আফগানিস্তান ও আফ্রিকাতেও তাদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।
রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা

রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা