এবার বাংলাদেশের বিপক্ষে বাজেভাবে টেস্ট হারলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় আফগানিস্তান। এশিয়া কাপ, বিশ্বকাপ সামনে রেখে রাশিদ খানকে টেস্টে বিশ্রাম দিলেও ফেরানো হয়েছে ওয়ানডে সিরিজে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করে আফগানরা।
রাশিদ খান ছাড়াও স্কোয়াডে আছেন মোহাম্মদ নবি, ইব্রাহিম জাদরান, রহমত শাহর মতো অভিজ্ঞরা। ফজল হক ফারুকী, মুজিবুর রহমান, রহমানউল্লাহ গুরবাজের মতো তরুণ তারকারা। বাংলাদেশ সিরিজ ছাড়াও এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ১০ জনের রিজার্ভ তালিকাও প্রকাশ করে আফগানিস্তান।
তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১ জুলাই বাংলাদেশে আসবে আফগানিস্তান। ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে হবে ওয়ানডে ম্যাচগুলো। টি-টোয়েন্টি ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে সিলেটে। সিরিজ সামনে রেখে গতকাল (১৭ জুন) স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশও। ফেরানো হয়েছে আফিফ হোসেন ও নাইম শেখকে।
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান ওয়ানডে স্কোয়াড: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান,রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, শহিদুল্লাহ কামাল, ইকরাম আলি খিল, রাশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিবুর রহমান, ফজল হক ফারুকী, জিয়া আকবর, ইজহারুল হক নাভিদ, আব্দুল রহমান, ওয়াফার মোমান্দ, সলি সফি ও সৈয়দ আহমেদ সিরজাদ।