, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


মেসি বা পেলে-ম্যারাডোনা নয়, নিজেকে সর্বকালের সেরা মনে করেন রোনালদো

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ০২:৫৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০২:৫৩:৩৩ অপরাহ্ন
মেসি বা পেলে-ম্যারাডোনা নয়, নিজেকে সর্বকালের সেরা মনে করেন রোনালদো
আজকের দিনটা পার হলেই ৪০তম জন্মদিন পালন করবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই বয়সেও পেশাদার ফুটবলে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন। ছুটছেন হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে। অর্জনের খাতায় খুব বেশি আক্ষেপের জায়গা রাখেননি। ফুটবল ইতিহাসের সেরাদের খুব সংক্ষিপ্ত তালিকায়ও তার নামটা থাকবেই। কিন্তু সর্বকালের সেরা খেলোয়াড়ের প্রশ্নে? সর্বজয়ী, পরিপূর্ণ ফুটবলার হিসেবে তার নামটা তালিকায় রাখার ক্ষেত্রে আপত্তি জানানো লোকের অভাব নেই। কিন্তু খোদ রোনালদোর কিন্তু ভিন্ন ধারণা।
 
লিওনেল মেসির নামটা সর্বকালের সেরা হিসেবে আগেও টুকটাক শোনা যেত। কিন্তু কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট এনে দেয়ার পর ক্যারিয়ার পরিপূর্ণতা পেয়েছে মেসির। আর্জেন্টিনার মহাতারকাকে পেলে-ম্যারাডোনার মতোই সর্বকালের সেরা হিসেবে মেনে নিয়েছে অধিকাংশ মানুষই। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তার ঐতিহাসিক দ্বৈরথেরও তাতে সমাপ্তি খুঁজেছে সমর্থকরা। রোনালদো অর্জনে আর কীর্তিতে মেসির চেয়ে পেছনে পড়ে গেছে বলেই অধিকাংশের মত। যে কারণে ইতিহাসের অন্যতম সেরা হিসেবে রোনালদোর নাম এলোও সর্বকালের সেরা হিসেবে তার নামটা সেভাবে কেউ বলে না।

কিন্তু রোনালদোর তাতে থোড়াই কেয়ার। নিজের কাছে এই পর্তুগিজ সর্বকালের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। তার দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী মেসি তো বটেই পেলে-ম্যারাডোনার চেয়েও নিজেকে সেরা মনে করেন এই পর্তুগিজ মহাতারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন তিনি। এল চিরিঙ্গুইতোর সাংবাদিক এদু অ্যাগুইরের লা সেক্সটা নামের অনুষ্ঠানে রোনালদো বলেন, ‘আমি সর্বকালের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। এটাই আমার মত। এটা রুচির ব্যাপার তবে আমার মনে হয় আমিই। আমি ফুটবলে সব করেছি। আমি ভালো হেড পারি, আমি ভালো সেটপিস নিতে পারি, আমার বাঁ পায়েও ভালো শট নিতে পারি, আমি জোরে দৌড়াতে পারি, আমি শক্তিশালী, আমি লাফাতেও পারি।’

রোনালদো আরও বলেন, ‘রুচি এক জিনিস, এই বা ওটা বলা—আপনি মেসি, পেলে বা ম্যারাডোনাকে পছন্দ করেন, আমি তা শুনি এবং সম্মান করি। কিন্তু যদি কেউ বলে যে ক্রিস্টিয়ানো (রোনালদো) পরিপূর্ণ নয়, সেটা মিথ্যা। আমি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। আমি আমার চেয়ে ভালো কাউকে দেখি না, এবং আমি আপনাকে মন থেকে বলছি।’ আগামীকাল ৪০ বছর পূর্ণ করবেন রোনালদো। এই বয়সেও বিশ্বের অন্যতম সেরা গোল স্কোরার তিনি। এই পর্তুগিজ বলেন, ‘যদি আমি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, ইতিহাসের সেরা আমিই, এটাই চূড়ান্ত।’

ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের মাইলফলক স্পর্শের কাছাকাছি পৌঁছে গেছেন রোনালদো। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ওয়াসলের বিপক্ষে আল নাসরের ৪-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন রোনালদো। তাতে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯২৩ গোলে। তবে হাজার গোলের মাইলফলক নিয়ে বারবার প্রশ্ন করায় বিরক্ত রোনালদো। তিনি এই সাক্ষাৎকারে বলেন, ‘যদি আমি এটা অর্জন করতে পারি, তা দারুণ হবে...তবে আমি এর মোহে আচ্ছন্ন নই। এটা নিয়ে বারবার কথা বলাটা বিরক্তিকর।’
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা