, রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরণ অনশনে তিতুমীর ঐক্য

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৭:১০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৭:১০:৪৪ অপরাহ্ন
বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরণ অনশনে তিতুমীর ঐক্য
এবার রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে আমরণ অনশন কর্মসূচির ডাক দিয়েছে তিতুমীর ঐক্য। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে তিতুমীর ঐক্যর অফিসিয়াল ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করা হয়। এর পর সকালে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিস্তারিত বলা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি তিতুমীর কলেজকে তিতুমীর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি বিগত ২৮ বছরের দাবি। বিভিন্ন সময় এই দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলন হয়েছে বিগত বছর গুলোতে, সেই ধারাবাহিকতায় ২০২৪ সালে এসে শিক্ষার্থীরা আবার নতুন করে তিতুমীর বিশ্ববিদ্যালয় করার দাবি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ে উপস্থাপন করে। যখন তাদের কর্ণপাত না হয় তখন মানববন্ধন, বিক্ষোভ মিছিল, অবরোধ, অবস্থান কর্মসূচি পালন করে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে বার বার শিক্ষার্থীদের আশা দিলেও চূড়ান্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। 

এদিকে নগরের দুর্ভোগ ও রাষ্ট্রীয় কাজে বাধা সৃষ্টি হয় এমন কিছু না করে তিতুমীর ঐক্যের ডাকে আমরণ অনশন কর্মসূচি ডাক দিয়েছে সরকারি তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা। “তিতুমীর বিশ্ববিদ্যালয়” এর রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এই আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।

তিতুমীর ঐক্যের কার্যনির্বাহী সদস্য রাশেদুল ইসলাম রাশেদ বলেন, তিতুমীর বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূচনা লগ্ন থেকেই আছি। বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি। কিন্তু তারা কর্ণপাত না করার কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। যতদিন তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমি আমার নিজ ইচ্ছায় আমরণ অনশনে বসলাম।
রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা

রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা