আজ বাবা দিবসে স্বামী শরিফুল রাজকে খোঁচা দিয়ে স্ট্যাটাস লিখেছেন পরীমণি। যদিও লেখায় তিনি তার নাম উল্লেখ করেননি। তবে তিনি কাকে উদ্দেশ্য করে লিখেছেন— সেটা সহজেই অনুমেয়।
এদিকে পরীমণি লিখেছেন, এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোনো স্মৃতি খুঁজে পাচ্ছ না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোনো মেমোরিজই থাকবে না! অবশ্য তোমার তো তোমার মায়ের সঙ্গেই নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের (ফ্রেন্ড) সঙ্গে আছে! লুজার।
আজ ভোর পাঁচটায় দেওয় স্ট্যাটাসে এই নায়িকা আরও লিখেছেন, মা-বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। যাই ঘুম দেই একটা, ছেলের গলা ধইরা। সম্প্রতি রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার তিন অভিনেত্রী বান্ধবীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় রাজ-পরীর দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে।
তখনই জানা যায়, আলাদা থাকছেন দুজনে। মাঝে মাঝে সন্তানকে দেখতে আসেন রাজ। এদিকে এর বেশ কয়েকটাঘণ্টা আগে ছেলে রাজ্যের সঙ্গে মিষ্টি একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। মায়ের সঙ্গে ছোট্ট রাজ্যের ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের।