, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ক্রিকেটকে তো অনেক সময়ই দিলাম, এবার সরে যাওয়াই ভালো: পাপন

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৩ ০৬:১৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৩ ০৬:১৩:৪৭ অপরাহ্ন
ক্রিকেটকে তো অনেক সময়ই দিলাম, এবার সরে যাওয়াই ভালো: পাপন
এবার আফগানিস্তানের বিরুদ্ধে মিরপুর টেস্টে বাংলাদেশ ক্রিকেট দল ৫৪৬ রানে জয়লাভ করেছে। সবথেকে বেশি ব্যবধানে কোনও টেস্ট ম্যাচ জেতার পরিসংখ্যানে টাইগারবাহিনী তৃতীয় স্থান অর্জন করেছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাথায় কার্যত বাজ পড়ল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিত্ব নাকি ছাড়তে চলেছেন নাজমূল হাসান পাপন। বাংলাদেশের টেস্ট ম্যাচ জয়ের পর তিনি নিজেই এই ইঙ্গিত দিয়েছেন। কিন্তু, কেন এমন গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিতে চাইছেন পাপন?

তিনি স্পষ্ট জানিয়ে দেন, 'আমি ফার্মাসিউটিক্যালের সঙ্গে যুক্ত রয়েছি। এর বাইরে আমি রাজনীতির সঙ্গেও যুক্ত। রাজনীতি আমাদের পরিবারের একটা ঐতিহ্য। আপনারা সকলেই একথা জানেন যে আমার বাবাও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই পরম্পরাই আমি বজায় রাখার চেষ্টা করছি। এর বাইরে আরও কুড়িটা জায়গা রয়েছে, যেখানে আমাকে সময় দিতে হয়। কিন্তু বর্তমানে আমি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি, সেখানে ক্রিকেট ছাড়া আর কোনও কিছুতেই আমি সময় দিতে পারছি না।'
 
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এই দেখুন না, আজই আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। কতটা জরুরি, সেটা আমি বলে বোঝাতে পারব না। কিন্তু, এই ক্রিকেটের জন্যই আমি জানিয়ে দিয়েছি যে আমি ওই বৈঠকে উপস্থিত থাকতে পারব না। খেলা বাদ দিয়ে তো আর মিটিংয়ে যেতে পারব না আমি!'
 
বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সরে আসার ইঙ্গিত দিয়ে পাপন বললেন, 'আসল ঘটনা হল, ক্রিকেটে আমাকে অনেকটাই সময় দিতে হচ্ছে। আর সেকারণেই আমার মনে হয়, এবার এখান থেকে যতটা দ্রুত সম্ভব আমার সরে আসাই ভালো। সব জায়গাতেই সমানভাবে সময় দেওয়া, আমার দায়িত্ব। ক্রিকেটকে তো অনেক সময়ই দিলাম, এবার সরে যাওয়াই ভালো।'
 
তবে ইতিমধ্যেই গুঞ্জন উঠতে শুরু করেছে যে বাইরের কোনও চাপের কারণেই পাপন আচমকা নতি স্বীকার করছেন। জবাবে বিসিবি সভাপতি স্পষ্ট জানিয়ে দেন যে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁকে কেউ কখনই চাপ দেয়নি। প্রসঙ্গত, বাকি প্রতিশ্রুতি পালনের জন্যই তিনি এখান থেকে অব্যহতি চান। প্রসঙ্গত, আগেও একবার চিকিৎসকের পরামর্শে বিসিবি সভাপতি নিজের পদ ছাড়তে চেয়েছিলেন। জানিয়েছিলেন পরিবারেরও চাপ রয়েছে।

তিনি বলেছিলেন, 'বর্তমানে আমি ক্রিকেট এতটাই উপভোগ করি যে শত চাপও আমি সহ্য করে নিচ্ছি। তার উপরে ফ্যামিলির তো একটা আলাদা চাপ রয়েইছে।' সবশেষে তিনি বলেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনওকিছুই চিরস্থায়ী নয়। আমিও নই। বিসিবি নিয়ে আমি প্রচুর পরিকল্পনা করেছি। কোনওটায় সফল হয়েছি, কখনও ব্যর্থ। এটাই স্বাভাবিক। তবে যাওয়ার আগে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি।'
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস