, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


তিস্তায় পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ৪৪টি গেট

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৩ ০৪:৪৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৩ ০৪:৪৯:০৬ অপরাহ্ন
তিস্তায় পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ৪৪টি গেট
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও কয়েক দিনের অব্যাহত বৃষ্টিপাতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। পানি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ খুলে দিয়েছে ব্যারেজের ৪৪টি গেট।

শনিবার (১৭ জুন) দুপুর ১২টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৯৩ সেন্টিমিটার, যা বিপৎসীমার দশমিক ৬৭ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর আগে সকাল ৬টা ও সকাল ৯টায় এই পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ০৬ সেন্টিমিটার ও ৫২ দশমিক ০২ সেন্টিমিটার।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম বলেন, গতকাল রাত থেকে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। সকাল থেকে পানি প্রবাহ কিছুটা কমতে শুরু করেছে। এভাবে কমতে থাকলে বিকেলে দিকে পানি কমে যেতে পারে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বেড়েছে। তবে ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, পানি বাড়া কমার মধ্যে থাকবে। পানি বাড়লে তিস্তাপাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। বন্যা মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড সর্বদা প্রস্তুত আছে।

ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘হটাৎ রাতে নদীর পানি বেড়ে যাওয়ায় আমরা আতংকিত হয়ে পড়েছি। পানির বেড়ে যাওয়া আমরা রাত জেগে ছিলাম। তবে বর্তমানে কিছুটা কমেছে পানি।’

একই এলাকার রুহুল আমিন বলেন, ‘এতদিন তো নদীতে পানি ছিল না। হটাৎ পানি বাড়ছে। ভারত মনে হয় পানি ছাড়ি দিছে। আমাদের যখন পানি লাগে তখন ভারত পানি দেয় না। আর এখন হটাৎ তারা পানি ছেড়ে দিয়ে আমাদের এলাকায় বন্যা সৃষ্টির পায়তারা করছে।’

টেপা খড়িবাড়ী পরিষদের চেয়ারম্যান ময়নুল হক বলেন, ‘আমার এলাকার কিছু জায়গায় পানি প্রবেশের খবর পেয়েছি। ওসব এলাকাগুলোতে সবসময় খোঁজ খবর রাখছি।’
সর্বশেষ সংবাদ
আফগানিস্তানে মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলি, প্রাণ গেল ইমামসহ ৬ জনের

আফগানিস্তানে মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলি, প্রাণ গেল ইমামসহ ৬ জনের