, রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে ভারতীয় কৃষককে ধরে আনল বাংলাদেশিরা

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ০৬:৩৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ০৬:৩৩:০৯ অপরাহ্ন
বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে ভারতীয় কৃষককে ধরে আনল বাংলাদেশিরা
এবার দিনাজপুরের বিরল উপজেলায় মাঠে কাজ করার সময় বাংলাদেশি এক কিশোরকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রতিবাদে ভারতীয় এক কৃষককে ধরে এনে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের হাতে তুলে দিয়েছেন বাংলাদেশি কয়েকজন নাগরিক।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর বিওপি ক্যাম্পের দ্বীপনগর গ্রামের ৩২৩ মেইন পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরে পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। বিকেল নাগাদ দুইজনকেই ফেরত দেওয়া হয়েছে।

ভারতীয় কৃষকের নাম নারায়ণ চন্দ্র রায় (৪৫)। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। আর বাংলাদেশি কিশোরের নাম মো. আলামিন। সে ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবু সুফিয়ানসহ কয়েকজন সংবাদমাধ্যম প্রথম আলোকে জানান, শুক্রবার সকালে আলামিন বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজ জমিতে কৃষিকাজ করছিল। এ সময় ছয়জন বিএসএফ সদস্য তাকে মারধর করে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে দ্বীপনগর গ্রামের কয়েকজন বাসিন্দা ভারতীয় এক কৃষককে তার জমি থেকে তুলে এনে এনায়েতপুর বিওপি ক্যাম্প সদস্যদের হাতে তুলে দেন।

এরপর পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। বৈঠক শেষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম বলেন, “৫ বাংলাদেশী অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বিএসএফ আলামিনকে তাদের সহযোগী ভেবে ধরে নিয়ে যায়। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। আলামিনকে তারা ফেরত দিয়েছে।” ভারতীয় নাগরিকের বিষয়ে তিনি বলেন, তাকেও বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে।
রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা

রমজান মাসের প্রথম ১০ দিনে রেকর্ড আড়াই কোটি মুসল্লি দেখেছে পবিত্র কাবা