সুনামগঞ্জে বজ্রপাতে তিন জনের মৃতু হয়েছে। জেলার বিশ্বম্ভরপুর ও দিরাই উপজেলায় শনিবার (১৭ জুন) সকালে বৈরি আবহাওয়ার মধ্যে তাদের মৃত্যু হয়। সলুকাবাদ ইউপি চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউপি চেয়ারম্যান বলেন, শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নেরে ধোপাজান চলতি নদীতে বালি উত্তোলনের কাজ করছিলে শ্রমিকরা। এ সময় বজ্রপাত শুরু হলে উপজেলার জিনারপুর গ্রামের সেলিম মিয়া ও জয়নাল মিয়া দুজনের মৃত্যু হয়।
অন্যদিকে দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের আব্দুল মালেক হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, শনিবার সকালে বারকি নৌকায় বালু শ্রমিকরা কর্মরত ছিলেন। নদীর মাঝ পর্যন্ত গেলে প্রচণ্ড ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। তারা দুজন নিরাপদ জায়গায় যাওয়ার আগেই বজ্রপাতের ঘটনা ঘটে। পরে অন্য শ্রমিকরা দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করেন।
এ নিয়ে ইউপি চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী জানান, এ বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।