, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অধিনায়ক হিসেবে এর চেয়ে বেশি কিছু চাওয়ার থাকে না: লিটন

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৩ ০২:৫৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৩ ০২:৫৬:৪৭ অপরাহ্ন
অধিনায়ক হিসেবে এর চেয়ে বেশি কিছু চাওয়ার থাকে না: লিটন
এবার টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকে বড় অর্জনে নাম লেখালেন লিটন দাস। মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে তার দল পেয়েছে ৫৪৬ রানের বিশাল জয়। ৮৯ বছরের মধ্যে টেস্টে এত বড় ব্যবধানে জয়ের রেকর্ড নেই কারোরই।

টেস্ট শুরুর আগে কেউই ভাবেনি কাজটা এতটা সহজ হবে। প্রতিপক্ষ যারাই হোক টেস্ট জয় সবসময়ই গর্বের। সেটি যদি হয় বড় ব্যবধানে তা তো অধিনায়ককে সন্তুষ্ট করবেই। ঐতিহাসিক জয়ের পর সংবাদ সম্মেলনে লিটন জানালেন, এর চেয়ে বেশি কিছুটা চাওয়ার থাকে না।
 
তিনি বলেন, ‘এটা তো যখনই চাবেন তখনই হবে না, এরকম একটা ব্যবধান। এটার সম্পূর্ণ কৃতিত্ব ব্যাটারদের। কারণ উইকেট এতটা সহজ ছিল না। যেভাবে আমাদের ব্যাটাররা ব্যাটিং করেছেক্রেডিট তো তাদের দিতেই হবে, প্রত্যোকটা ব্যাটারকে। এবং সত্যি কথা বলতে আমাদের বোলাররা খুব ভালো বোলিং করেছে। লাইন-লেন্থ বজায় রেখে। এ কারণে জিনিসটা সহজ হয়ে গিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আপনি যখন একটা টেস্ট জিতবেন বড় অর্জন। এরকমভাবে জিততে পারলে এর চেয়ে বড় কিছু চাওয়ার থাকে না। একজন অধিনায়ক হিসেবে তো কখনই না। এর চেয়ে বড় ব্যবধান চাইতে পারেন না কখনও। আমি অনেক খুশি।’
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস